Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২২ অক্টোবর ২০২১   আপডেট: ১৪:৩৪, ২২ অক্টোবর ২০২১
করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ

করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মানুষ। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা অনিবার্ণ ভট্টাচার্য।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে অনিবার্ণ অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি। এ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে বাড়ি ফেরার পর অসুস্থ বোধ করেন অনিবার্ণ। এরপর কোভিড-১৯ টেস্ট করালে রেজাল্ট পজিটিভ আসে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। এখন শারীরিক আর কোনো সমস‌্যা নেই। আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।

‘লহ গৌরাঙ্গের নাম রে শিরোনামে নতুন একটি সিনেমার কাজ অনির্বাণের হাতে রয়েছে। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমার মাধ‌্যমে নতুন একটি জুটি পেতে চলেছে টলিউড। এতে অনির্বাণের বিপরীতে অভিনয় করবেন পাওলি দাম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়