ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারত থেকে অস্কার দৌড়ে তামিল সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:০৮, ২৩ অক্টোবর ২০২১
ভারত থেকে অস্কার দৌড়ে তামিল সিনেমা

ভারত থেকে অস্কার দৌড়ে এবারো আঞ্চলিক ভাষার সিনেমাই বেছে নিয়েছে জুরি বোর্ড।

এবার ‘সেরা বিদেশি ভাষার সিনেমা’ বিভাগের জন্য লড়বে তামিল ভাষার ‘কোজাঙ্গাল’। পি এস বিনোথরাজ পরিচালিত সিনেমাটির ইংরেজি অর্থ ‘পেবলস’ অর্থাৎ নুড়ি পাথর। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এটি মুক্তি পায়।

গত কয়েকদিন ধরে কলকাতার বিজলী সিনেমা হলে অস্কারের জন্য নাম লেখানো সিনেমাগুলোর প্রদর্শনী হয়। সাঝি এন অরুণের সভাপতিত্বে ১৫ সদস্যের একটি জুরি বোর্ড সিনেমাগুলো দেখেন।

জানা যায়, মনোনয়নের জন্য মোট ১৪টি সিনেমা বাছাই পর্বে ছিল। এর মধ্যে ৫টি হিন্দি ও ৯টি আঞ্চলিক সিনেমা। এগুলো হলো— ‘শেরশাহ’, ‘কাগাজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’, ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল জালি’ (মারাঠি), ‘কোজাঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লায়লা অউর সাত গীত’ (গোজরি)।

গত বছর ভারত থেকে অস্কারের জন্য লড়েছিল ‘জাল্লিকাট্টু’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়