ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন সায়ন্তনী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৬ ডিসেম্বর ২০২১  
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন সায়ন্তনী

দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। রোববার (৫ ডিসেম্বর) কলকাতায় এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও এই নবদম্পতির ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। অনুরাগের শহর জয়পুরে হবে তাদের রিসেপশন।

বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়ন্তনী ঘোষ। তাতে দেখা যায়—সায়ন্তনীর পরনে লাল বেনারসী। খোঁপায় লাল ফুল। সিঁথিতে চওড়া করে পরা সিঁদুর। স্বর্ণের গহনা, রজনীগন্ধার মালায় সেজেছেন এই অভিনেত্রী। বেনারসীর সাজ, শাঁখাপলা পরার বহু দিনের শখ ছিল সায়ন্তনীর। অবশেষে সে শখ পূর্ণ হলো তার। অন্যদিকে ধুতি, এমব্রয়ডারি করা পাঞ্জাবিতে সেজেছিলেন অনুরাগ। এসব ছবির ক্যাপশনে তিনি লিখেন—‘এভাবেই মিস থেকে মিসেস হলাম।’

জমকালো অনুষ্ঠান নয়, ছিমছাম আয়োজনে বিয়ের পর্ব সারার কথা পূর্বেই জানিয়েছিলেন সায়ন্তনী। তা জানিয়ে হিন্দুস্তান টাইমসকে এ অভিনেত্রী বলেছিলেন—‘আমি সবসময়ই চেয়েছি ছোট্ট, সাধারণ, ছিমছাম বিয়ে। আসলে অনুরাগ আর আমার সম্পর্কের সফরটাও একই রকম। বিয়েটা চুটিয়ে উপভোগ করতে চাই, বিয়ের ওই চাপটা নিতে চাই না।’

বিয়ের খাবার তালিকায় আর কিছু থাকুক বা না থাকুক দুটো জিনিস অবশ্যই রাখবেন বলেও জানিয়েছিলেন সায়ন্তনী। আর তা হচ্ছে—পান আর আইসক্রিম। এ অভিনেত্রীর ভাষায়—‘ছোট থেকেই বিয়ে বাড়ির এ দুটি পদই আমার সবচেয়ে পছন্দের। তাই নিজের বিয়েতেও সেটা জমিয়ে খেতে চাই।’

বর্তমানে ‘তেরা ইয়ার হু মেয়’ ধারাবাহিকে কাজ করছেন সায়ন্তনী। শুটিংয়ের ব্যস্ততার কারণে মাত্র এক সপ্তাহের ছুটি পেয়েছেন নায়িকা। বিয়েতে কেমন সাজবেন সায়ন্তনী? বাঙালি কন্যা বলে কথা! বিয়েতে লেহেঙ্গা নয় লাল বেনারসী পরবেন সায়ন্তনী। গত বছর মারা গেছেন তার দিদিমা, তার স্মৃতি আগলে বিয়ের অনুষ্ঠানে দিদিমার দেওয়া একটি শাড়ি পরবেন তিনি।

সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী তিনি। এতে ১৮তম স্থান অধিকার করেছিলেন সায়ন্তনী। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিডিং লেডি হিসেবে বেশ কিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী। এ তালিকায় রয়েছে—‘স্বপ্ন’, ‘রাজু আঙ্কেল’, ‘সংঘর্ষ’, ‘নায়ক’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়