ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

হাসপাতালে কেমন আছেন লতা মঙ্গেশকর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১২ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:৫৭, ১২ জানুয়ারি ২০২২
হাসপাতালে কেমন আছেন লতা মঙ্গেশকর?

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। তবে তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

৯২ বছর বয়সী লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর বলেন, ‘কোভিড রোগী হওয়ায় আমরা দিদিকে দেখতে যেতে পারছি না। যদিও সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রয়েছেন।’

খুব শিগগির লতা মঙ্গেশকরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না বলে মনে করছেন তিনি। উষা মঙ্গেশকর আরো বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, বয়স বেশি হওয়ায় তারা তাকে আরো কয়েকদিন হাসপাতালে রাখবেন।’

এদিকে বর্ষীয়ান এই গায়িকার শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ভাগ্নি রচনা শাহ বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সৃষ্টিকর্তা তার প্রতি খুবই দয়াশীল। অনেক বছর ধরেই তাকে আমরা দেখছি। তিনি একজন যোদ্ধা এবং বারবার জিতে ফিরেছেন। তার জন্য প্রার্থনা করায় সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা। যখন সবাই প্রার্থনা করেন, তখন কোনো ক্ষতি হতে পারে না।’

গত শনিবার (৮ জানুয়ারি) রাত থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন লতা মঙ্গেশকর। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়