ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

নাগা নয়, ডিভোর্স চেয়েছেন সামান্থা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৭ জানুয়ারি ২০২২  
নাগা নয়, ডিভোর্স চেয়েছেন সামান্থা

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত অক্টোবরে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন সামান্থার প্রাক্তন শ্বশুর নাগার্জুনা।

এক সাক্ষাৎকারে নাগার্জুনা বলেন, ‘নাগা চৈতন্য সামান্থার সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু সে আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিল— আমি বিষয়টি কীভাবে নিবো, পরিবারের মান-সম্মানের কী হবে! নাগা চৈতন্য আমাকে অনেকভাবে সান্ত্বনা দিয়েছে, কারণ সে ভেবেছিল আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়বো।’

তবে এর আগে এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানান, সামান্থা ও তিনি মিলেই ডিভোর্সের সিদ্ধান্তটি নিয়েছেন। এই অভিনেতা বলেন, ‘আলাদা হয়ে যাওয়া খারাপ কিছু নয়। সুখে থাকার জন্য এটি দু’জনের সম্মিলিত সিদ্ধান্ত।’

আরো পড়ুন:

গত বছরের শুরু থেকেই নাগা ও সামান্থার মধ্যে তিক্ততা শুরু হয় বলে মনে করেন নাগার্জুনা। তিনি বলেন, ‘চার বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সমস্যা হয়নি। তাদের দু’জনের সঙ্গেই আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। জানি না কীভাবে তারা সিদ্ধান্তটি নিয়েছে। তারা একসঙ্গে ২০২১ নববর্ষ উদযাপন করেছে। মনে হয়, এরপর থেকেই তাদের ঝামেলা শুরু হয়েছিল।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত বছর ২ অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

এই জুটির ডিভোর্সের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে নাগার্জুনা আক্কিনেনি লিখেছিলেন, ‘অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে এই কথা বলতে হচ্ছে। স্যাম ও চৈয়ের মধ্যে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। স্বামী ও স্ত্রীর মধ্যে যা ঘটেছে এটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। স্যাম ও চৈ দু’জনই আমার খুব প্রিয়। আমার পরিবারের সঙ্গে স্যামের অনেক স্মরণীয় মুহূর্ত আছে, সেগুলো আমরা মনে রাখব এবং সে আমাদের একজন প্রিয় মানুষ হয়েই থাকবে। সৃষ্টিকর্তা তাদের দু’জনকেই শক্তি দান করুন।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়