ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

লতাজির সঙ্গে সেই স্মৃতি কোনোদিনও ভুলব না: সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ১৫:২০, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:২২, ৬ ফেব্রুয়ারি ২০২২
লতাজির সঙ্গে সেই স্মৃতি কোনোদিনও ভুলব না: সাবিনা ইয়াসমিন

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর  ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। সীমান্তের গন্ডি পেরিয়ে লতার চলে যাওয়ার শোকের ঢেউ বাংলাদেশের সংগীতাঙ্গনেও আঁছড়ে পড়েছে।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর এখনো মানতে পারছেন না বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘এতো বড় মনের মানুষ, তাকে নিয়ে যুগ যুগ বলেও শেষ হবে না। লতাজি ছিলেন যেন একটা বটবৃক্ষের মতো। অনেক দূরে আমার থেকে, তবু মনে হতো ছিলেন।এই যে এখন নেই শুনছি, এটাকে অনেক বড় শূন্যতা মনে হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই এই পৃথিবীতে।’

সাবিনা ইয়াসমিন আরো বলেন,'আমার সৌভাগ্য বলবো তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে আমার দেখা হয়েছে। কথা হয়েছে। আমার গানও শোনেন তিনি। সেই স্মৃতি কোনোদিনও ভুলব না, সারাজীবন মনে থাকবে।’

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়