ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

লতা মঙ্গেশকরের শেষকৃত্য শুরু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৬ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৯:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২২
লতা মঙ্গেশকরের শেষকৃত্য শুরু

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা গেছেন। ৯২ বছর বয়সি এই গায়িকা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রোববার সন্ধ্যা ৭টা থেকে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্যে অনুষ্ঠানে মাথা নীচু করে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে।

বলিউড তারকা শাহরুখ খান, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, জনপ্রিয় গায়ক কৈলাস খের সহ প্রখ্যাত ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। সুরের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালে শিবাজি পার্কের বাইরে লাইন ধরে অপেক্ষা করেছেন অসংখ্য মানুষ। ‘মুঝে ভুলা না পাওগে...’ গানের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হয় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়