ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশংসায় ভাসছে ‘ভুলোনা আমায়’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১২ মে ২০২২  
প্রশংসায় ভাসছে ‘ভুলোনা আমায়’

ঈদুল ফিতরে প্রচারিত নাটকগুলোর মধ্যে দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটেছে এবার ‘ভুলোনা আমায়’। নাটকটির গল্প, নির্মাণ শৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্স সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছে। ইউটিউবেও বাংলাদেশের ট্রেন্ডিং তালিকার শুরুর দিকে এর অবস্থান। 

গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলোনা আমায়’।  নাটকটি রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন যৌথভাবে। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের জুটির রসায়ন পছন্দ করেছেন দর্শক। 

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি চেষ্টা করছি ‘ভুলোনা আমায়’ নাটকটি আমার মতো করে নির্মাণ করতে। আমি কখনো চিন্তা করিনি ঈদে এতো নাটকে ভিড়ে আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে। দর্শক নাটকটি দেখছেন এবং আলোচনা ও প্রসংশা করছেন- এটা অনেক বড় প্রাপ্তি।’

গত ৭ মে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ভুলোনা আমায়’। মাত্র ৪ দিনেই এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ লাখেরও বেশি ভিউ নিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাঙাপরী নিবেদিত নাটকটি। 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়