ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমানের সঙ্গে কেমন সম্পর্ক জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ জুন ২০২২   আপডেট: ১৬:৫৯, ২৬ জুন ২০২২
সালমানের সঙ্গে কেমন সম্পর্ক জানালেন শাহরুখ

সুপারস্টার সালমান খানের সঙ্গে খুব মধুর সম্পর্ক বলে জানিয়েছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

সম্প্রতি বলিউডে তার তিন দশক পূর্ণ করেছেন শাহরুখ। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে হাজির হয়েছিলেন। এই সময় এমনটা জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

শাহরুখ বলেন, ‘সালমানের সঙ্গে কাজের তেমন কোনো অভিজ্ঞতা নেই। শুধু ভালোবাসা, আনন্দ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই তার সঙ্গে কাজের সুযোগ পেলে খুব ভালো লাগে। করন-অর্জুন ছাড়া আমরা একসঙ্গে পুরো সিনেমা করিনি। কারণ আমরা একসঙ্গে বেশি দিন ছিলাম না। শেষ দুই বছর দারুণ ছিল কারণ তার সঙ্গে একটি সিনেমায় কাজ করেছি।’

গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানের ‘টাইগার-থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এই অভিনেতা বলেন, ‘এখন পাঠান সিনেমায় অভিনয় করছি। আমি জানি না এটা গোপন রাখা হচ্ছে কিনা, তবে টাইগার-থ্রি সিনেমায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক আনন্দের।’

শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। ২০১৮ সালে এটি মুক্তি পায়। তবে বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ও রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমায় অভিনয় করছেন শাহরুখ। সিনেমাগুলো আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়