ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কানাডার নাগরিক হওয়ার কারণ জানালেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ আগস্ট ২০২২  
কানাডার নাগরিক হওয়ার কারণ জানালেন অক্ষয়

‘বলিউডের খিলাড়ি’খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমার। পর্দায় দেশভক্তিমূলক সিনেমায় অভিনয় করলেও বাস্তব জীবনে প্রায়ই তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠে। ভারতে জন্ম ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কানাডার নাগরিক তিনি। এ নিয়ে প্রায়ই কটু কথা শুনতে হয় তাকে।

অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে বিতর্ক ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় থেকে। সেই সময় কানাডার নাগরিক হওয়ায় ভোট দেননি তিনি। এরপর শুরু হয় তাকে নিয়ে বিদ্রূপ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘কানাডা কুমার’ বলে ঠাট্টাও করা হয়। কেন কানাডার নাগরিকত্ব নিয়েছেন অক্ষয়? এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন এই অভিনেতা।

অক্ষয় কুমার বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার সিনেমা বক্স অফিসে চলছিল না। পরপর ১৪-১৫টা সিনেমা ফ্লপ হয়। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে নতুন পেশায় যোগ দেওয়া উচিত। এরপর কানাডায় বসবাসকারী এক বন্ধু আমাকে ব্যবসার প্রস্তাব দেন। অনেক ভারতীয় কাজের জন্য বিদেশে যায়। আমি ভেবেছিলাম ভাগ্য যখন আমার সাথ দিচ্ছে না, তখন আমারো কিছু ভাবা উচিত। এরপর আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করি এবং পেয়েও যাই।’

তবে শেষ পর্যন্ত বক্স অফিসে সাফল্য পেতে শুরু করলে কানাডা যাওয়ার পরিকল্পনা বাদ দেন অক্ষয়। তার ভাষায়, ‘আমার কানাডার পাসপোর্ট আছে। সেটা কী? একটা দেশ থেকে অপর দেশে যাওয়ার একটা প্রয়োজনীয় নথি। দেখুন, আমি কিন্তু ভারতীয়। আমি এদেশে আয়কর জমা দিই। আমার সেদেশে আয়কর জমা দেওয়ার অপশনও আছে, কিন্তু আমি নিজের দেশে আয়কর জমা দিই। অনেকে অনেকে কথা বলে, আমি শুধু একটাই কথা বলব— আমি ভারতীয়, ছিলাম, আছি আর ভবিষ্যতেও থাকব।’

সম্প্রতি করন জোহরের টক শো ‘কফি উইথ করন’-এ হাজির হয়েছিলেন অক্ষয়। এই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিদ্রূপ করা নিয়ে প্রশ্ন করা হয়। বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতা জবাবে বলেন, ‘তারা বেশির ভাগ সময়ই কানাডা নিয়ে বিদ্রূপ করে। আমি এসব পাত্তা দিই না। আমাকে কানাডা কুমার বলা হয়, বলতে দিন।’

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়