ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১০ নভেম্বর ২০২২  
মেয়েকে নিয়ে হাসপাতাল ছাড়লেন আলিয়া

মা হওয়ার পর প্রথমবার দেখা দিলেন আলিয়া (ডানে)

মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল ত্যাগ করেন তিনি। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন আলিয়া ভাট। সেসব ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আলিয়া। তার পরনে কালো রঙের পোশাক। এটা বলার অপেক্ষা রাখে না, আলিয়ার চোখ-মুখ থেকে মাতৃত্বের উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে! 

আরো পড়ুন:

গত ৬ নভেম্বর এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর। এসময় উপস্থিত সকলের চোখের পাতা আনন্দ অশ্রুতে ভিজে গিয়েছিল।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস না পেরোনোর আগে মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়