ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ-দীপিকার ‘বেশরম’ গানের সুরে এবার গজল (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:১১, ৯ জানুয়ারি ২০২৩
শাহরুখ-দীপিকার ‘বেশরম’ গানের সুরে এবার গজল (ভিডিও)

শাহরুখ খান-দীপিকা পাড়ুন অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। কিছুদিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ শিরোনামের গানটি মুক্তি পায়। তারপর তুমুল বিতর্কের মুখে পড়ে গানটি। বিতর্ক হলেও শ্রোতাপ্রিয়তা লাভ করে গানটি। চার্ট বাস্টারেও জায়গা পেয়েছে এটি।

‘বেশরম’ গানের বিতর্কের আগুন এখনো জ্বলছে। এবার এই গানের সুরে গজল ভার্সন গাইলেন কলকাতার এক গায়ক। তার নাম সৌম্য মুখার্জি। এ শিল্পী তার নিজের ইনস্টাগ্রামে গানটির গজল ভার্সন শেয়ার করেছেন। ‘বেশরম রং’ নিয়ে তুমুল বিতর্ক হলেও সৌম্যর গাওয়া গজলটির প্রশংসা করছেন নেটিজেনরা। শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে সৌম্য মুখার্জি বলেন— ‘শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন যদি গজলটি শোনেন তাদেরও ভালো লাগবে।’

আরো পড়ুন:

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

তারপর শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। কিন্তু তাতেও বিতর্ক বন্ধ হয়নি।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়