ঢাকা     রোববার   ২৬ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৩ ১৪২৯

বইমেলায় আসছে ‘শিরোনামহীন’ ব্যান্ডের নতুন অ্যালবাম

প্রকাশিত: ১৬:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় আসছে ‘শিরোনামহীন’ ব্যান্ডের নতুন অ্যালবাম

প্রতি বছরের মতো ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৩। মেলায় নিয়মিত লেখকদের বইয়ের পাশাপাশি আলো ছড়াচ্ছে তারকাদের লেখা বই। এবারের গ্রন্থমেলায় শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের নতুন অ্যালবাম প্রকাশ।

অ্যালবামটির নাম ‘দ্য অনলি হেডলাইনার’। এটি শিরোনামহীন’র সপ্তম অ্যালবাম। যা সাজানো হয়েছে ২০টি লাইভ পারফরম্যান্সসহ মোট ২২টি কনটেন্ট দিয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি শিখা প্রকাশনীর স্টলে (৪৩-৪৬) এর মোড়ক উন্মোচন করা হবে।

চমকপ্রদ ব্যাপার হলো, এই অ্যালবাম প্রকাশ হচ্ছে বই আকারে। এর পাতায় পাতায় থাকছে গান, গানের কথা এবং তার পেছনের গল্পগুলো।এছাড়া ইউটিউব লিংকের কিউআর কোড থাকছে, যা স্ক্যান করলেই শ্রোতারা অ্যালবামের গানগুলো পেয়ে যাবেন। ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে অ্যালবামটি সংগ্রহ করা যাবে।

ব্যতিক্রমী এই প্রজেক্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেন, “শিরোনামহীন’ পরিশ্রমী ব্যান্ড। আমরা আশ্বাসবাণী ও বিভ্রান্তিকর কথায় নয়, কাজে বিশ্বাসী। ‘শিরোনামহীন’ দিকনির্দেশনা দিতে পারলো যে, লক্ষ্যের প্রতি অটল বিশ্বাস এবং সততা থাকলে কীভাবে শত সংকট, বাধা বিপত্তি, সীমাবদ্ধতা ও প্ররোচনা পেরিয়ে অর্জন প্রতিষ্ঠিত হয়।’’

‘দ্য অনলি হেডলাইনার’ মূলত শিরোনামহীন’র ২৫ বছর পূর্তি উদযাপনের শেষ অধ্যায়। বছরব্যাপী আয়োজনে তারা এই রজত জয়ন্তী উদযাপন করেছে। এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বড় কনসার্ট; যেখানে প্রথমবারের মতো রক ব্যান্ড হিসেবে মুম্বাই সিম্ফনি অর্কেস্টা ও ঢাকা সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পারফর্ম করেছিল ‘শিরোনামহীন’।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়