ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে সাহারা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ১ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
প্রেক্ষাগৃহে সাহারা

বিনোদন প্রতিবেদক
ঢাকা, ১ জুন : বিগত কয়েক মাসে কোন ছবি মুক্তি পায়নি তার। গত ৩১ মে মুক্তি পেয়েছে ‘নিষ্পাপ মুন্না’ নামের ছবিটি। এতে কিং খান শাকিবের নায়িকা হিসেবে আছেন চিত্রনায়িকা সাহারা।

বদিউল আলম খোকন পরিচালিত এই ছবি দিয়ে আবারো প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে হাজির হলেন এই নায়িকা। মুক্তির পর থেকেই ছবিটি দেখতে সিনেমা হলে উপচে পড়ছে দর্শকদের ভীর।

এ ছবি সম্পর্কে বলতে গিয়ে সাহার বলেন,‘ব্যাতিক্রমী গল্প আর নির্মাণশৈলীর মুন্সিয়ানা সব সময়ই দর্শকদের ছবি দেখতে আগ্রহী করে। তার প্রমাণ নিষ্পাপ মুন্না। ছবির কাহিনি গতানুগতিকতার বাইরে। নির্মাতাও ভালোভাবে নির্মাণ করেছেন।

এতে অভিনয় করেও আনন্দ পেয়েছি। মুক্তির পর থেকেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভীড় করছেন দর্শকরা। মন্দার এই বাজারে এটা খুবই আনন্দের বিষয়।’

সাহারা ছাড়াও  এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিশা সওদাগর,  আলী রাজ,  রেহানা জলি,  নাসরিন, আফজাল, সাংকো পাঞ্জা,  ইলিয়াস কোবরা, আসিফ ইকবাল প্রমুখ।  

মীনা ফিল্মস পরিবেশিত নিষ্পাপ মুন্নার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ এবং কাহিনি শচীন কুমার নাগ।

রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়