ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাতদুপুরে থানায় এসে পরামর্শ নিলেন শাকিব

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৯, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ০১:২০, ১৯ মার্চ ২০২৩
রাতদুপুরে থানায় এসে পরামর্শ নিলেন শাকিব

চিত্রনায়ক শাকিব খান রাতদুপুরে থানায় এসে পরামর্শ নিলেন। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে এই পরামর্শ নিয়েছেন বলে জানান এই সুপারস্টার।

এ বিষয় শাকিব খান বলেন, আমাদের সঙ্গে কোন ক্রাইম হলে আমারা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। উনারা আমাকে পরামর্শ দিয়েছেন বিষয়টি নিয়ে কোর্টে মামলা করতে। আমি সেটাই কবরো। আমার লিগাল এডভাইজারের সঙ্গে আলাপ করে কোর্টে মামলা করবো।

আরো পড়ুন:

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাকিব খান গুলশান থানায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা সেখানে তিনি অবস্থান করেন।

শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়