ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্ধশতাব্দীর সম্পর্ক ছিন্ন করে চলে গেলে ভাই : উজ্জল

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৫ মে ২০২৩  
অর্ধশতাব্দীর সম্পর্ক ছিন্ন করে চলে গেলে ভাই : উজ্জল

বরেণ্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক উজ্জল। 

আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল তার ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, হঠাৎ করে ফারুকের না ফেরার দেশে চলে যাওয়ার সংবাদ! অনেকদিন থেকেই অসুস্থ ছিল, বিদেশে চিকিৎসা চলছিল, ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরে আসবে, চলচ্চিত্র শিল্প নিয়ে কত কথা হবে। দু-একদিন নয়, দু-এক মাস নয়, বছর নয়, অর্ধশতাব্দীর সম্পর্ক ছিন্ন করে চলে গেলে ভাই। কথাগুলো লিখতে লিখতে চোখ ভিজে আসছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) যেখানেই থাকিস, ভালো থাকিস। সবাই ওর জন্য দোয়া করবেন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ফারুক। ২০২১ সালে অনেক দিন কোমায় ছিলেন তিনি। তার রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া মস্তিষ্কের সংক্রমণসহ নানা সমস্যায় ভুগছিলেন।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 
ফারুক অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে প্রভৃতি।

অভিনয় থেকে অবসর নেয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়