ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাউল শিল্পী আবুল সরকার বয়াতি মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বাউল শিল্পী আবুল সরকার বয়াতি মারা গেছেন

বাউল শিল্পী আবুল সরকার বয়াতি মারা গেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আবুল সরকারের শিষ্য বাউল শিল্পী শাহ আলম সরকার জানান, গতকাল বাইরে থেকে প্রয়োজনীয় কাজ সেরে নিজের ফতুল্লার বাড়িতে রাত ৯টার দিকে সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। দ্রুত বাড়ির পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

গতকাল রাত সাড়ে ১২টায় ফতুল্লা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাউল শিল্পী আবুল সরকার বয়াতির জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৮৯ সালে বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন আবুল সরকার। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তার গাওয়া এক হাজারের বেশি পালা গানের অডিও সিডি ও ভিসিডি বের হয়েছে। 

সুফি গায়ক, পালা কবি ও প্রখ্যাত ধর্মীয় পালা গায়ক হিসেবেই আবুল সরকার দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়