ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

১৬ দিনে জওয়ানের আয় কত?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৫:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
১৬ দিনে জওয়ানের আয় কত?

চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। এমনকি মুক্তির ১৬তম দিনেও উল্লেখযোগ্য পরিমাণ আয় করেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ১৬তম দিনে ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৭.৬ কোটি রুপি। এটি সিনেমাটির এখন পর্যন্ত সর্বনিম্ন আয় হলেও, মুক্তির তৃতীয় শুক্রবারে এই পরিমাণ আয় হওয়াটাও বিশাল ব্যাপার। কেননা বহু সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। মুক্তির পর থেকে গতকাল (শুক্রবার) পর্যন্ত ভারতের বক্স অফিসে ‘জওয়ান’- এর মোট আয় দাঁড়িয়েছে ৫৩৩.৫৮ কোটি রুপি।

চলতি বছর শাহরুখ খান ভারতে হিন্দি সিনেমার বক্স অফিসকে দুটি ৫০০ কোটির সিনেমা উপহার দিয়েছেন। জানুয়ারি মুক্তি পাওয়া ‘পাঠান’ এবং আগস্টে মুক্তি পাওয়া জওয়ান- দুটি সিনেমাই বর্তমানে ৫০০ কোটির ক্লাবে রয়েছে। 

সে হিসেবে বলা যায়, বর্তমানে হিন্দি বক্স অফিসের ‘এক এবং অদ্বিতীয়’ রাজা শাহরুখ খান। ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে জ্বলজ্বল করছে বলিউড বাদশার নাম। প্রথম অবস্থানে রয়েছে ‘পাঠান’ (৫৪৩ কোটি), আর দ্বিতীয় অবস্থানে ‘জওয়ান (৫৩৩.৫৮ কোটি)। পাঠানের আয়কে টপকে যেতে জওয়ানের দরকার মাত্র ১০ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) ভারতে ছুটির দিনে সিনেমাটি আয় গত দুই দিনের চেয়ে বাড়বে। সে হিসেবে আজই হয়তো পাঠানকে টপকে যেতে পারে জওয়ান। 

৫০০ কোটির ক্লাবের হিন্দি সিনেমার তালিকা

* পাঠান- ৫৪৩.০৫ কোটি রুপি।

* জওয়ান- ৫৩৩.৫৮ কোটি রুপি (এখনও সিনেমা হলে চলছে)।

* গদর টু- ৫২০ কোটি রুপি (এখনও সিনেমা হলে চলছে)।

* বাহুবলী টু- ৫১০.৯৯ কোটি রুপি।

বিশ্ব বক্স অফিসে জওয়ানের আয়

বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে জওয়ান। ১৬ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের ‘জওয়ান’, দাবি বক্স অফিস বিশ্লেষকদের। এই মাইলস্টোন ছুঁয়ে ফেললে শাহরুখই প্রথম ভারতীয় অভিনেতা হবেন যার দুটো সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির বেশি ব্যবসা করতে সফল হয়েছে। এদিকে বছরের শেষ দিকে মুক্তি পাবে শাহরুখের বহুল প্রতীক্ষিত আরেক সিনেমা ‘ডাংকি’। সব মিলিয়ে ২০২৩ সালটা যে শাহরুখ খানের বছর তা বলাই যায়।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়