ঢাকা     শনিবার   ০২ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩০

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

প্রকাশিত: ১৭:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

কলকাতার মডেল-অভিনেত্রী এনশী মল্লিক। বেশকিছু ব্র্যান্ডের ফটোশুট ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। এবার ‘এভাবে তুই’ শিরোনামে একটি গানে মডেল হলেন। রোববার (২৪ সেপ্টেম্বর) টি-সিরিজের ব্যানারে গানটি টি-সিরিজ বাংলার ইউটিউবে মুক্তি পেয়েছে।

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফানের গাওয়া এই গানে এনশী মল্লিকের সঙ্গে মডেল হয়েছেন কুতুবুদ্দিন শেখ। ঋতম সেনের কথায় গানটির মিউজিক করেছেন ডাব্বু। গানের ভিডিওটি পরিচালনা করেছেন নীল।

এ গানের বিষয়ে কথা হয় এনশী মল্লিকের সঙ্গে। কলকাতা থেকে রাইজিংবিডিকে এনশী মল্লিক বলেন, ‘গত জুনে ভারতের দীঘায় গানটির শুটিং করেছি। রোদের মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে। শুধু চোখের পাশটাই মেকআপ করতে পেরেছিলাম। এলার্জিতে মুখ ভরে গিয়েছিল। এলার্জির মেডিসিন খেয়ে রোদে থাকতে অসুবিধা হতো। তারপরও কাজটি যত্ন নিয়ে করেছি। বলিউডের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইরফানের গাওয়া গানটি অসাধারণ। ভিডিও সুন্দর হয়েছে।’

বর্তমানে কলকাতার কয়েকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এনশী। বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশের নাটক-সিনেমা ও মডেলিং করতে চাই।’

এনশী মল্লিক কলকাতার এলিমেন্ট ফ্যাশন, অশোক শাড়ি, সিটি গার্ল, ইরেক ইন্ডিয়া, উৎসব শাড়ি, ডায়মন্ডসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুটে মডেল হয়েছেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়