ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

শাকিব খানের অফিসে রাফির তিন দফা মিটিং!

প্রকাশিত: ১৬:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
শাকিব খানের অফিসে রাফির তিন দফা মিটিং!

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমা নিয়ে বাহাসে জড়ান নির্মাতা রায়হান রাফি ও শাকিব ভক্তরা। শাকিব খানকে সরাসরি কিছু না বললেও তাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন রাফি। এবার সেই শাকিব খানের দরজায় ভিড়লেন রাফি। 

সিনেমার অফার নিয়ে হাজির হয়েছেন শাকিব খানের গুলশানের অফিসে। সূত্রের বরাতে জানা যায়, শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী। এটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই। শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সিনেমাটি নির্মাণের সব কথা চূড়ান্ত বলেও জানা যায়। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ রাফি। 

আরো পড়ুন:

এদিকে বছরের শেষের দিকে হিমেল আফরাফের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে শাকিব খানের। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এটির শুটিং শেষ করেই রায়হান রাফীর সিনেমার শুটিংয়ে অংশ নিবেন শাকিব খান।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়