ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় হৃতিক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:২৭, ৯ নভেম্বর ২০২৩
সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় হৃতিক

সালমান খানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে হাজির হবেন তারা। এজন্য আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমা আগামী দিওয়ালিতে মুক্তি পাবে। এখন চলছে সর্বশেষ প্রস্তুতি। এবার জানা গেলো, শুধু শাহরুখ নন, সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে হৃতিক রোশানকেও। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

আরো পড়ুন:

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, ‘গত ৪ নভেম্বর মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে হৃতিকের দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।’

বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, ‘‘গত ২৭ অক্টোবর ‘টাইগার থ্রি’ সিনেমার সেন্সরের কাজ শেষ হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস অতিরিক্ত দৃশ্যের অনুমোদন দেওয়ার জন্য সেন্সর বোর্ডকে অনুরোধ করে। গত ৬ নভেম্বর সেন্সর বোর্ড দৃশ্যটির অনুমোদন দেয়। এখন সিনেমাটির দৈর্ঘ্য ১৫৬ মিনিট। অর্থাৎ ২ ঘণ্টা ৩৬ মিনিট; যা আগে ছিল ২ ঘণ্টা ৩৩ মিনিট।’’

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়