ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমির ‘মাতাল’-এ যোগ দিলেন আঁচল

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৩ জানুয়ারি ২০২৪  

ঢাকাই সিনেমার নায়িকা আঁচল আঁখি চলচ্চিত্রে এখন অনিয়মিত। তবে সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবে তাকে দেখা যায়। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘মাতাল’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন।  

সৈয়দ অমির গাওয়া গানটিতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে আরো ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। গতকাল সৈয়দ অমির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। 

এ প্রসঙ্গে আঁচল বলেন, দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে। 

অমি ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন। নিয়মিত সিনেমাতে প্লেব্যাক করছেন তিনি। নতুন গানটি নিয়ে অমি বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়