ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বউ নিয়ে হানিমুনে জায়েদ খান!

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বউ নিয়ে হানিমুনে জায়েদ খান!

বিয়ে করে বউ নিয়ে হানিমুনে গেলেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কক্সবাজারে আর্ন্তজাতিক মানের একটি হোটেলে উঠলেন। এর স্থিরচিত্র ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য দেখে জায়েদ খানের নারী ভক্তরা আহত হয়েছেন। যদিও এটা বাস্তবের কোনো ঘটনা নয়। এমন দৃশ্য দেখা যাবে একটি বিজ্ঞাপনে। 

নতুন এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। গত ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে এর দৃশ্য ধারণের কাজ শুরু হয়। টানা তিনদিন চলে এর শুটিং। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। এটি শিগগিরই প্রচার হবে বলে জানা যায়।

এদিকে, সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে জায়েদ খান অভিনীত সিনেমা ‘সোনার চর’। জাহিদ হাসানের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়