ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বানরকে কেন ‘পেশাদার চোর’ বললেন শ্রদ্ধা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:২৯, ১৮ আগস্ট ২০২৪
বানরকে কেন ‘পেশাদার চোর’ বললেন শ্রদ্ধা?

শ্রদ্ধা কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

এরই মাঝে মিস মালিনি শোবিজকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রদ্ধা। এ আলাপচারিতায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। এ অভিনেত্রী জানান— হোটেল রুম থেকে বানরের দল তার খাবার চুরি করে নিয়েছিল।

শ্রদ্ধা কাপুর বলেন, ‘আমি আমার রুমে ফুড কর্নার তৈরি করেছিলাম, বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার সেখানে রাখতাম। একবার হোটেল রুমে আমরা (শুটিংয়ের কয়েকজন) ছাড়া আর কেউ ছিলেন না। সুতরাং রুমের দরজা খোলা রেখেছিলাম। ভেবেছিলাম, কে আর আসবে! কিন্তু বানরের দল আসে।’

আরো পড়ুন:

শ্রদ্ধার রুম থেকে বাখারওয়াড়ির প্যাকেট নিয়ে যায় বানরের দল। সেই ঘটনা বর্ণনা করে এ অভিনেত্রী বলেন, ‘বানরগুলো রুমে প্রবেশ করে, দেখে মনে হয় এটি তাদেরই ঘর। তারা জানতো কীভাবে ভারী খাবারের প্যাকেট নিয়ে যেতে হয়। একেবারে পেশাদার চোর।’

শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও ‘স্ত্রী টু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।

৭৮.১৯ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়