ঈদে ছয় পর্বের নাটক ‘বাগানে ফুল ছিলনা’
পাভেল রহমান || রাইজিংবিডি.কম
‘বাগানে ফুল ছিলনা’ নাটকের দৃশ্য
বিনোদন ডেস্ক : রঞ্জু ও রুমি তাদের প্রেমিকা নিম্মি ও লিজাকে নিয়ে ব্যাংকক যায়। ব্যাংককে আছে রঞ্জুর ঘনিষ্ট বন্ধু খসরু। খসরু এক সময় একটি রাজনৈতিক দলের ক্যাডার ছিল। বেশ কয়েক বছর ধরে সে ব্যাংককে পড়ে আছে। দেশে ফিরতে পারেনা। পাতায়াতে সে একটি রিসোর্ট চালায়। টাকা পয়সার অভাব নেই। রঞ্জুরা আসবে জেনে সে বন্ধুকে বলে দেশ থেকে একটি ভাল সুন্দরী মেয়ে নিয়ে আসতে, সে বিয়ে করবে।
কিন্তু অল্প সময়ে আসতে হয় বলে রঞ্জু তেমন কাউকে যোগাড় করতে পারেনা। এদিকে খসরু মনে মনে ধরে নেয় লিজা ই বুঝি তার হবু বউ সে ভাবেই সে মিশতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত একটি অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে লিজার ঘটনার সমাপ্তি ঘটে।
খসরু তখন ক্ষেপে গিয়ে রঞ্জুর প্রেমিকা নিন্মির সাথে ঘনিষ্ট ভাবে মিশতে থাকে। এক পর্যায়ে রঞ্জু লক্ষ করে খসরু ও নিন্মির সাথে সম্পর্ক জমে গেছে। অনেক চেষ্টা রাগা রাগি করেও রঞ্জু সে সম্পর্কে ফাটাল ধরাতে পারেনা। ঝামেলা বাঁধে দুই বন্ধু রঞ্জু ও খসরুর মধ্যে।
এসময় গল্পে আবির্ভূত হয় রাশা নামে একটি মেয়ে সে ব্যাংককে পড়াশুনা করে। খুব স্বল্প সময়ে রাশা রঞ্জু এবং খসরু দুজনেরই ঘনিষ্ট বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠত করে। গল্প তখন মোড় নেয়,এক নতুন মাত্রায়। এমন একটি গল্প নিয়েই ড. মাহফুজুর রহমানের কাহিনী অবলম্বনে মোহন খানের নাট্যরুপ ও পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘বাগানে ফুল ছিলনা’ নির্মিত হয়েছে।
ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এতে অভিনয় করছেন তৈাকীর আহমেদ, শাহেদ শরীফ খান, মৌসুমী হামিদ, তানিয়া, গোলাম ফরিদা ছন্দা, জর্জ, আরিয়ন এবং রাশা।
রাইজিংবিডি/ ঢাকা/ ১৭ জুলাই ২০১৪/ পাভেল
রাইজিংবিডি.কম