ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মুম্বাইয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০১, ৯ নভেম্বর ২০২৪
মুম্বাইয়ে আহত শাকিব খান

শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার কিং শাকিব খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। তবে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন শাকিব। সেখান থেকে সিনেমাটির পরিচালক একটি গণমাধ্যমে বলেন, ‘আমাদের একটি দৃশ্য ছিল— দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে শাকিব ভাইয়ের ভ্রুর কিছু অংশ কেটে যায়।’

চিকিৎসক বলেছেন চিন্তার কিছু নেই। এ তথ্য উল্লেখ করে মেহেদী হাসান বলেন, ‘আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করাই। চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।’

আরো পড়ুন:

পরিচালক শুটিং বন্ধ রাখতে চাইলেও তাতে সায় দেননি শাকিব। বরং সেদিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেন। এ তথ্য জানিয়ে পরিচালক বলেন, “চিকিৎসা নেওয়ার পর আমরা আবার শুটিং হাউজে ফিরি। তার আগে অবশ্য ভেবেছিলাম, ওই দিনের মতো শুটিং বন্ধ রাখব, যাতে শাকিব ভাই বিশ্রাম নিতে পারেন। কিন্তু তিনি আমাদের অবাক করে দিয়ে বললেন, ‘চলো, শুটিং করে ফেলি।’ সন্ধ্যায় ফেরার পর সেদিন রাত ১২টা পর্যন্ত আমরা শুটিং করেছি। পরেরদিন আবার পূর্বপরিকল্পনামতো আমাদের শুটিং হয়েছে।”

গত ২২ অক্টোবর মুম্বাইয়ে যান শাকিব খান। ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটের শুটিং ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর বিরতি দিয়ে ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা। ‘বরবাদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ‘প্রিয়তমা’খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়