ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বছরে কতটা দাপট দেখালেন আল্লু অর্জুন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৪, ২ জানুয়ারি ২০২৫
নতুন বছরে কতটা দাপট দেখালেন আল্লু অর্জুন?

‘পুষ্পা টু’ সিনেমার দৃশ্য

মূল্যবান লালচন্দন গাছের চোরাচালানের গল্প আল্লু অর্জুনের ভক্তদের মনে দাগ কেটেছে। গত বছরের শেষ লগ্ন পর্যন্ত তার প্রমাণ দিয়েছেন ‘পুষ্পা টু’ ভক্তরা। বক্স অফিসের ফলাফল বলছে, পরিচালক সুকুমারের অক্লান্ত পরিশ্রমের মূল্য ফেরত দিয়েছেন তারা।

দুই হাজার চব্বিশ পেরিয়ে গতকালই পঁচিশ শুরু হয়েছে। গতকাল ছিল সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ২৮তম দিন। নতুন বছরেও বক্স অফিসে নিজেদের রাজত্ব ধরে রাখতে পেরেছেন ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীবল্লী’ রাশমিকা? নাকি বলিউডের ‘বেবি জন’, কন্নড় ভাষার ‘ম্যাক্স’ সিনেমার দৌরাত্ম্যে কুপোকাত আল্লু অর্জুন?

আরো পড়ুন:

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, চব্বিশের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর শুধু ভারতে আয় করে ৯ কোটি রুপি (গ্রস), বিশ্বব্যাপী আয় করে ১০ কোটি রুপি। পঁচিশ সালের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি শুধু ভারতে আয় করে ১১ কোটি রুপি (গ্রস), বিশ্বব্যাপী আয় করে ১২ কোটি রুপি। এ তুলনায় ‘বেবি জন’, ‘ম্যাক্স’ আল্লু অর্জুনের সিনেমার ধারেকাছেও নেই।  

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ২৮ দিনে শুধু ভারতে আয় করেছে ১৩৯৭ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২৬৬ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬৬৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩১৫ কোটি ২৮ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়