ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসেজ পড়ি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে: সাবা 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫
মেসেজ পড়ি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে: সাবা 

মডেল ও অভিনেত্রী সোহানা সাবা ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দায় অভিনয় করছেন সমান তালে। দেশের পাশাপাশি ভারতেও তার জনপ্রিয়তা রয়েছে। তিনি দেশটির জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন।

বর্তমানে ভারতে রয়েছেন সাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখান থেকে একটি ছবি প্রকাশ করে দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে সোহানা সাবা লিখেছেন, “২০২৪-এর আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, আমি এতটাই কাজহীন এবং মন খারাপ করেছিলাম যে, চট করে প্রপোজালটা  এক্সেপ্ট করে নেই। জি হ্যাঁ, আমি অফিসিয়াল জুরি অব জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। আমি এখন জয়পুরের পথে কলকাতা থেকে ফ্লাই করার জন্য অপেক্ষা করছি।’’

অভিনেত্রী আরো লিখেছেন, “একটা কথা বলতে চাই, আগে শুধু আমি আমার অভিনয় বা আমার কাজের ভক্ত পেয়েছি আজীবন। যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত। এখন (গত আগস্ট মাসের পরে) দেশের অথবা বিদেশের আনাচে-কানাচে প্রচুর বাংলাদেশি আমাকে ভালোবাসার দোয়া দিয়ে তাদের মেসেজ পাঠায়। আমি প্রত্যেকটা মেসেজ বা কথা পড়ি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে।”

কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন সাবা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। ডিভোর্সের পর থেকে ছেলেকে নিয়ে একাই পথ চলছেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়