ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩৪, ২৩ এপ্রিল ২০২৫
গৃহকর্মীর বিরুদ্ধে পরীমণির মামলা

আদালতে পরীমণি

মানহানিকর ও কুৎসা রটনার অভিযোগে সাবেক গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক নুরে আলমের আদালতে মামলাটি দায়ের করেন পরীমণি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন এবং তদন্ত করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

মামলার আবেদনে পরীমণি উল্লেখ করেন, গৃহকর্মী পিংকি তার ব্যক্তিগত জীবনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। এতে পরীমণির ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। এমন কর্মকাণ্ড তার প্রতি জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র মতে, পিংকি আক্তার কিছুদিন আগে একটি ভিডিও বার্তায় পরীমণির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়।

চলচ্চিত্র জগতের পরিচিত মুখ পরীমণি দীর্ঘদিন ধরে নানা কারণে আলোচনায় রয়েছেন। এ মামলার মাধ্যমে আবারো সংবাদের শিরোনামে এলেন। এ বিষয়ে পরীমণি বা পিংকি আক্তারের সরাসরি কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়