ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম-অপরাধ আর প্রতিশোধের ‘ফ্যাঁকড়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ৮ মে ২০২৫  
প্রেম-অপরাধ আর প্রতিশোধের ‘ফ্যাঁকড়া’

“প্রেমিকা গোলাপীকে পেতে অর্থের খোঁজে সামাদের যাত্রা বদলে দেয় অনেকের জীবন। বন্ধুদের সহায়তায় ছিনতাইয়ের পরিকল্পনা; কিন্তু ভুলবশত খুনের ঘটনা ঘটে। শুরু হয় দুঃস্বপ্ন, প্রতিশোধের নেশায় তাদের পিছু নেয় নিহত নারীর স্বামী, আর পুলিশেরও নিশানায় পড়ে এই দল।”— ঠিক এমন টানটান উত্তেজনাপূর্ণ গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ফ্যাঁকড়া’ ওয়েব সিরিজের কাহিনি। বৃহস্পতিবার (৮ মে) বঙ্গতে মুক্তি পা এটি।

গত বছর রাজনৈতিক অস্থিরতায় যখন স্থবির শোবিজ অঙ্গন, তখন ওয়েব সিরিজটির শুটিং শেষ করেন নির্মাতা আসিফ চৌধুরী। এবার সেই গল্প পৌঁছাবে দর্শকদের কাছে। সংবাদ সম্মেলনে এই নির্মাতা বলেন, “ফ্যাঁকড়া শুধু থ্রিলার নয়, এখানে আছে যন্ত্রণা, ভালোবাসা, আত্মত্যাগ আর অপরাধজগতের মানবিক রূপ।”

আরো পড়ুন:

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র গোলাপী রূপায়ন করেছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। তার ভাষায়, “গল্পটা অসাধারণ। এই ‘গোলাপী’ নামটিই আমাকে কাজটি করতে রাজি করায়। প্রেম, অপরাধ আর ভুলের পরিণতির এই জটিল গল্পে কত মানুষের জীবন জড়িয়ে যায়, সেটাই দর্শক দেখতে পাবেন।”

ভালোবাসা আর অপরাধের এই ফাঁদে কে বাঁচবে আর কে হারবে— সেটাই এখন দেখার অপেক্ষা।  

কারওয়ান বাজারের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, সারা আলম, পার্থ শেখ, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টু, হাশনাত রিপন, এ কে আজাদ সেতু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়