ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুসরাতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন, নীরবতা ভাঙলেন যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২১ মে ২০২৫   আপডেট: ১৬:৩০, ২১ মে ২০২৫
নুসরাতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন, নীরবতা ভাঙলেন যশ

যশ, নুসরাত জাহান

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সংসার বেঁধেছেন। আজ সকাল থেকে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে নুসরাত-যশের সংসার। 

এ গুঞ্জনের সূচনা এই জুটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কেন্দ্র করে। কারণ তারা কেউ কাউকে আর অনুসরণ করছেন না। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেটিজেনরা শুরু করেন চর্চা। অবশেষে সংসার ভাঙার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন যশ।       

আরো পড়ুন:

টিভি নাইনকে যশ দাশগুপ্ত বলেন, “সকাল থেকেই ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে। মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করতে হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই আনফলো হয়ে যাচ্ছে! বিষয়টা আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে।”

স্ত্রী নুসরাত জাহানের সঙ্গে কোনো সমস্যা নেই। তা জানিয়ে যশ বলেন, “সোশ্যাল মিডিয়ার যে সমস্যা তার প্রমাণ আপনাকেই পাঠালাম। আমাদের মধ্যে কোনো সমস্যাই নেই।”

যশ দাশগুপ্ত এখন থাইল্যান্ডে অবস্থান করছেন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “বহুদিন পর আমি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে এসেছি। নুসরাত ওর পরিবারের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছে।”

যশ-নুসরাত দুইজনেরই আগে আরেকটি সংসার ছিল। সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নুসরাত। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন তিনি। এরপর প্রচন্ড সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। তবে বাধা বিপত্তি পেরিয়ে দাম্পত্যে জীবনে ভালো সময় পার করছেন এই যুগল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়