ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও আইটেম গানে দেখা দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০৫, ২৩ আগস্ট ২০২৫
আবারও আইটেম গানে দেখা দিলেন নুসরাত

নুসরাত জাহান

টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে সাধারণত সিনেমায় নায়িকার চরিত্রে দেখা যায়। তবে ছক ভেঙে আইটেম গানে পারফর্ম করতে শুরু করেছেন তিনি। ঢালিউডে ইদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার টলিউডের ‘রক্তবীজ ২’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। 
 
শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে সিনেমার নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। 

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।

আরো পড়ুন:

জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে ‘রক্তবীজ ২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় রক্তবীজ সিনেমার টিজার। সিনেমার প্রেক্ষাপট ভারত-বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রক্তবীজ ২ সিনেমাতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়