ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো: কত টাকা আয় করলেন কপিল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৬:৪২, ২৪ জুন ২০২৫
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো: কত টাকা আয় করলেন কপিল?

ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। ২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে খ্যাতি অর্জন করেন তিনি। তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারের অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়ও।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় ‘দ্য কপিল শর্মা শো’। এরপর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নিয়ে আসেন তিনি। গত বছরের ৩০ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এ শোয়ের প্রথম পর্ব প্রচার হয়। খুব অল্প সময়ের মধ্যে এ শো-ও জমিয়ে ফেলেন কপিল। এ শো থেকে কত টাকা আয় করলেন এই অভিনেতা?

আরো পড়ুন:

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রতি এপিসোডের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কপিল শর্মা। প্রথম সিজনে এ শো থেকে ৬৫ কোটি রুপি আয় করেন তিনি। এরই মধ্যে দুটো সিজন শেষ করেছেন। দ্বিতীয় সিজন থেকেও একই পরিমাণ অর্থ আয় করেন।

বর্তমানে এ শোয়ের তৃতীয় সিজন চলছে। কয়েক দিন আগে এতে অতিথি হিসেবে উপস্থিত হন সালমান খান। এ সিজন থেকেও সমপরিমাণ অর্থ নিয়েছেন কপিল। এক বছর পূর্ণ হওয়ার আগেই এই শো থেকে মোট ১৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৩ কোটি ৮১ লাখ টাকা) আয় করেছেন কপিল শর্মা।

খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে অনেক অর্থের মালিক কপিল শর্মা। জানা যায়, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি রুপি। মুম্বাইয়ে তার যেমন বিলাসবহুল বাড়ি রয়েছে, তেমনি নিজের হোমটাউনেও বিলাসবহুল খামারবাড়ি (ফার্মহাউজ) তৈরি করেছেন কপিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়