ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হিরো আলম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ জুন ২০২৫   আপডেট: ১৫:০৪, ২৭ জুন ২০২৫
ঘুমের ওষুধ সেবন করে গুরুতর অসুস্থ হিরো আলম

গুরুতর অসুস্থ হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ধনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এসে এক বন্ধুর বাসায় যান। পরে রাতের কোনো এক সময়ে ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

আরো পড়ুন:

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, ‘‘শুক্রবার সকালে হিরো আলমকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টার দিকে নেওয়া হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।’’

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান বলেন,  ‘‘আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

জাহিদ হাসান জানিয়েছেন, হিরো আলম তার স্ত্রী রিয়ামণির সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক কান্নাকাটি করেন। তিনি হতাশাও প্রকাশ করেন। এরপর রাতের খাবার না খেয়ে একটি ঘরে একা ঘুমিয়ে পড়েন। 

সকাল ১০টার দিকেও হিরো আলমের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। শেষে জাহিদ হাসান তার ঘরে প্রবেশ করে দেখেন হিরো আলম অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

ঢাকা/এনাম/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়