ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাইরেসির কবলে ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৮ জুলাই ২০২৫  
পাইরেসির কবলে ‘ব্যাচেলর পয়েন্ট’

‘ব‌্যাচেলর পয়েন্ট’ নাটকের দৃশ্য

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এ সিরিজের পঞ্চম সিজন পাইরেসির কবলে পড়েছে। অন্তর্জালে ছড়িয়ে পড়েছে এই সিরিজের বিভিন্ন পর্ব। এ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন নির্মাতা অমি। 

কাজল আরিফিন অমি বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “বিনা অনুমতিতে যারা ‘ব্যাচেলর পয়েন্টের’ ভিডিও আপলোড করছেন অথবা পুরো কনটেন্ট পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব শিগগির তাদেরকে আইনের আওতায় আনা হবে।” 

আরো পড়ুন:

অমির পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। তারাও জানিয়েছেন এরই মধ্যে পঞ্চম সিজিনের অধিকাংশ পর্ব বিনামূল্যে দেখেছেন তারা। তবে পরিচালকের আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারটিকেও সমর্থন করছেন তারা।  

এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো— কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে পাওয়া রয়েছেন জিয়াউল হক পলাশকে। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন— মারজুক রাসেল, চার্ষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়