ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেবের দিকে একবারও তাকাননি শুভশ্রী, তারপর...

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১০:৫৬, ১৯ জুলাই ২০২৫
দেবের দিকে একবারও তাকাননি শুভশ্রী, তারপর...

দেব

দেব-শুভশ্রীর প্রেমের কথা বাংলা সিনেপ্রেমীদের কাছে অজানা নয়। দুই জনই এখন আলাদা সম্পর্কে রয়েছেন। কিন্তু ঘুরে ফিরে আসে সেই প্রেমের গল্প।

সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন শুভশ্রী। দেবের হাত থেকে পুরস্কার নেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিলো। ভিডিওতে দেখা যায় দেব হেসে হাত বাড়ান। শুভশ্রীও আলতো করে হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করেন। হেসে পুরস্কার গ্রহণ করেন। কিন্তু সে সময় শুভশ্রীকে একবারও দেবের দিকে তাকাতে দেখা যায়নি। এই যে না তাকানো-বিষয়টি কেমন অনুভব দিয়েছিলো দেবকে।

আরো পড়ুন:

দেবকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিলো—বিচ্ছেদ তাকে কী শিখিয়ে গেছে? উত্তরে দেব বলেছিলেন, ‘হয়নিতো। সবাইতো  আছে।’’ দেব যে এখনও শুভশ্রীকে ভালোবাসেন তা তার কথায়, আচরণে প্রকাশ পায়।

তাই দেবকে যখন প্রশ্ন করা হয়, শুভশ্রী যখন একবারও আপনাকে দেখলো না, তখন আপনার কেমন লেগেছে। দেব উত্তরে বলেন, আমি তখন শুধুই দেব ছিলাম।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়