দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর: তৌসিফ
খুনসুটিতে মেতেছেন সাফা-তৌসিফ
অভিনয় জীবনের এক যুগ পেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব এখনো অটুট। তৌসিফ মাহবুব ও সাফা কবির—দুজনই তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী। এই জুটির বন্ধুত্বের সূচনা ‘অলটাইম দৌড়ের ওপর’ নাটকের শুটিং সেটে। এটি পরিচালনা করেন আদনান আল রাজীব। সেই প্রথম কাজই তাদের জীবনে নিয়ে আসে বিশেষ এক সম্পর্ক—গাঢ় বন্ধুত্ব।
বন্ধু দিবসে সাফা কবিরকে শুভেচ্ছা জানাতে গিয়ে তৌসিফ মাহবুব বলেন, “১২ বছরের বন্ধুত্বে আমরা অনেক ঝগড়া করেছি, মারামারি করেছি, অভিমান করেছি। কিন্তু বন্ধুত্ব একটুও কমেনি।”
এই দীর্ঘ সময়ে সাফাকেই মিডিয়ার সেরা বন্ধু মনে করেন তৌসিফ। বিয়ের পরামর্শ দিয়ে এ অভিনেতা বলেন, “তোকে (সাফা) একটা কথা কখনো বলিনি। সবাই বলেছে, আমি না বললেও চলত। কিন্তু এবার বন্ধুত্ব নয়, দায়িত্ব নিয়েই বলছি—সাফা, তুই বিয়ে কর!”
ঢাকা/রাহাত/শান্ত