রেজা-অর্পার ‘নোয়াখালী এক্সপ্রেস’
নোয়াখালীর কৃষ্টি-সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্যকার অরণ্য আনোয়ার। ‘নুরুল হুদা’ সিরিজের এই নির্মাতা দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন।
নাটকটিতে জুটি বেঁধেছেন তরুণ অভিনয়শিল্পী রেজা সিকদার ও সুমাইয়া অর্পা। এর আগে রেজা ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এবং আলী জুলফিকার জাহেদীর ‘কাগজ’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। বর্তমানে বাংলা টিভির সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করছেন।
রেজা বলেন, “অভিনয়ের প্রতি ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। অরণ্য আনোয়ারের মতো গুণী নির্মাতার ধারাবাহিকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আমার সহশিল্পী অর্পাও ভালো করছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।”
সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে ‘নোয়াখালী এক্সপ্রেস’ গ্লোবাল টেলিভিশনে প্রচার শুরু হবে।
ঢাকা/রাহাত/শান্ত