স্ত্রীকে নিয়ে নোংরা মন্তব্য, নীরবতা ভাঙলেন আবির
স্ত্রীর সঙ্গে আবির চ্যাটার্জি
ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা আবির চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে নন্দিনী চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু মিডিয়ার আলো থেকে বরাবরই স্ত্রী-সন্তানকে আড়ালে রাখেন। কারণ স্ত্রীর ছবি প্রকাশ করে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন।
কয়েক মাস আগে একটি সিনেমার প্রিমিয়ারে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন আবির। সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যামেরায় পোজ দেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার এসব পোস্টে নন্দিনীকে নিয়ে নোংরা মন্তব্য করেন নেটিজেনরা। তবে এ নিয়ে তখন টুঁ-শব্দটি করেননি আবির।
কয়েক দিন আগে ‘স্টেট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির। এ আলাপচারিতায় ট্রলাদের নোংরা মন্তব্য নিয়ে কথা বলেন এই নায়ক। আবির বলেন, “আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে, তা হল আমি এটা কখনো বদলাতে পারব না। আমার সান্তনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সবচেয়ে খারাপ লাগার জায়গা, আমি কিছু করতে পারি না।”
‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করেন আবির। মূলত, সিনেমাটি বডি পজিটিভিটির গল্প বলেছে। এ বিষয়ে আবির বলেন, “এমনকী ফাটাফাটি সিনেমার সময় বলেছিলাম, একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে।”
ট্রলিং প্রসঙ্গে আবির বলেন, “এটা নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়াই উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর চেয়ে বড় অপমান তাদের করা যাবে না।”
এমবিএ পড়তে গিয়ে নন্দিনীর সঙ্গে পরিচয় হয় আবির চ্যাটার্জির। ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনের প্রায় দেড় যুগ পার করছেন তারা।
ঢাকা/শান্ত