ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে শাওন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৮, ১০ আগস্ট ২০২৫
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে শাওন

শাওন, তিশা

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিলেন অভিনেত্রী, সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।  

‘মুজিব’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসা চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনাসহ তৎকালীন সময়ের মন্ত্রীদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে ১০ আগস্ট ফেসবুকে পোস্টটি করেন শাওন।  

আরো পড়ুন:

এই স্ট্যাটাসে অভিনেত্রী শাওন লেখেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোট বোনের সঙ্গে একই ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে। এই চটপটে মেয়েটাও আপুনি ডাকত। ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনো প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত।” 

কয়েকটি ঘটনা বর্ণনা করে শাওন লেখেন, “আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা ইনু মামা’ ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।” 

পোস্ট শেষে হ্যাশ ট্যাগে শাওন লিখেছেন, “নাটক কম করো পিও।” 

তিশাকে নিয়ে শাওনের এই ফেসবুক পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়