ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ ও মানুষ ভালো থাকুক: সুজাতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১১ আগস্ট ২০২৫  
দেশ ও মানুষ ভালো থাকুক: সুজাতা

সুজাতা

ষাটের দশকে বাংলা সিনেমার পর্দায় এক রাজকন্যা সুজাতা। ‘রূপবান’-খ্যাত এই অভিনেত্রী রোমান্টিক, সামাজিক ও পোশাকি—সব ধরনের সিনেমাতেই সমান সাফল্য পেয়েছেন। আলো-ঝলমলে দীর্ঘ অভিনয় জীবনের পথ পেরিয়ে আজ তার একমাত্র প্রার্থনা—দেশ ও দেশের মানুষের মঙ্গল। 

নিজের অনুভূতি জানাতে গিয়ে সুজাতা বলেন, “দেশটাকে সুন্দর দেখতে চাই। দেশের মানুষগুলোকে ভালো দেখতে চাই। দেশ ও মানুষ ভালো থাকলেই আমি খুশি।” 

আরো পড়ুন:

নিজের জন্য কোনো চাওয়া আছে কি না এমন প্রশ্নে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকুই আছি। শরীরে সমস্যা তো আছেই। তবে, আমার নিজের জন্য কোনো চাওয়া নেই। সব চাওয়া দেশের জন্য।” 

বাংলা চলচ্চিত্রে সুজাতার যাত্রা শুরু হয়েছিল রূপকথার আঙ্গিকে নির্মিত ব্যবসাসফল সিনেমা ‘রূপবান’ দিয়ে। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় সিনেমা—‘ছুটির ঘণ্টা’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘অবুঝ মন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আলোর মিছিল’, ‘এতটুকু আশা’, ‘গাজী কালু চম্পাবতী’, ‘অবাঞ্চিত’সহ বহু জনপ্রিয় সিনেমা। 

নায়ক আজিমের সঙ্গে তার পর্দার কেমিস্ট্রি ছিল তুমুল জনপ্রিয়। বাস্তব জীবনেও তারা জুটি বেঁধেছিলেন। আজিমের বিপরীতে অভিনীত ‘অবাঞ্চিত’, ‘টাকার খেলা’, ‘স্বর্ণকমল’—সবকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই সিনেমাগুলোর গান যেমন—‘চোখ ফেরানো যায় গো মন ফেরানো যায় না’, ‘ওরে মন পাপিয়া’, ‘কে তুমি কথা কও বন্ধু আমার’। 

নায়ক রাজ্জাকের বিপরীতেও সুজাতা ছিলেন সমান সফল। ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রতিনিধি’, ‘এতটুকু আশা’, ‘অবুঝ মন’—এসব সিনেমার কালজয়ী গান যেমন: ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘শুধু একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয়’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়