ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৫৮, ২৭ আগস্ট ২০২৫
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রতারণার অভিযোগে এই মামলায় হুন্দাই কোম্পানির আরো ৬ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রাজস্থানের ভরতপুর জেলার বাসিন্দা কীর্তি সিং এই মামলা দায়ের করেছেন।  

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমে ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন কীর্তি সিং। পরে আদালত মথুরা গেট থানাকে মামলা দায়ের করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলাটি রুজু করেছে। 

আরো পড়ুন:

২০২২ সালের জুন মাসে ২৩ লাখ ৯৭ হাজার ৩৫৩ রুপিতে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কিনেন কীর্তি সিং। কিন্তু কিছুদিনের মধ্যেই গাড়িটিতে টেকনিক্যাল সমস্যা দেখা যায়। হরিয়ানার মালওয়া অটো সেলস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন। ৬-৭ মাস গাড়িটি চালানোর পর তাতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের শব্দ শোনা যাচ্ছিল। এ বিষয়ে এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরও তারা জানায়, গাড়িটি তৈরির সময়ে কোনো সমস্যা ছিল। ফলে এটি ঠিক করা সম্ভব নয়। 

হুন্দাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ভারতীয় আইনের অধীনে তাদেরও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। ২০১৯ সালের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, যদি কোনো পণ্যের ভুল বা বিভ্রান্তিকর তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়, তাহলে সেই পণ্যের প্রচারককেও (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) আইনি দায়বদ্ধতার আওতায় আনা যায়। এই আইনের আওতায় কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) প্রচারকারীদের জরিমানাও করতে পারে। 

কীর্তি সিংহ দাবি করেছেন, শাহরুখ ও দীপিকাকে বিজ্ঞাপনে দেখে গাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

১৯৯৮ সাল থেকে হুন্দাই কোম্পানির সঙ্গে যুক্ত শাহরুখ খান। ২০২৩ সালে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে গাড়িটির একটি বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হন শাহরুখ-দীপিকা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়