ভালো থাকার জন্য যা করেন প্রভা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
সাদিয়া জাহান প্রভা
‘‘সোশ্যাল মিডিয়াতে আমার একটাই প্ল্যাটফর্ম ছিলো, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো ফ্রেন্ডদের বাসায় মুরগি-টুরগি কাটলেও ওগুলোও ভিডিও করে ইনস্টাগ্রামে দিতাম। ঘুম থেকে ওঠার পর থেকে মর্নিংওয়াকে বের হওয়া, পাখিদের খেতে দেওয়া সেগুলোও ইনস্টাগ্রামে দিতাম। আমার বাসার নিচে অনেকগুলো সুইট ডগ থাকে, ওরা আমার ফ্রেন্ড; আমি যখন ওদেরকে খেতে দিতাম, সেই ভিডিও স্টোরিতে দিতাম। তো আমার মনে হলো, আমার ফেসবুক নাই, টিকটক নাই। আমি অনেক ব্যাকডেটেড। তখন দুই বছর আগে টিকটক অ্যাকাউন্ট করেছি।’’— কথাগুলো বলছিলেন ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিয়া জাহান প্রভা।
প্রভা আরও বলেন, ‘‘ফেসবুকে দেখি আমার নামে অসংখ্য ফেইক অ্যাকাউন্ট । তখন আমার মনে হলো যে, ফেসবুকে, টিকটকে অ্যাকাউন্ট খুলে নিজের ঢোল নিজেই পেটাই। চেষ্টা করি যুগের সঙ্গে তাল মেলানো।’’
প্রভার মতে, বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ডেইলি লাইফের অনেক কিছুই ইনস্টাগ্রামে শেয়ার করছেন। এই লাইফস্টাইল মানে এইটা একটা স্ন্যাপচ্যাটের মতো। একজন তারকা সারাদিন কাজ করবেন তারও রিফ্রেশমেন্ট দরকার, ভালো থাকা দরকার।
প্রভা বলেন,‘‘কাজের বাইরে নিজের জন্যওতো রিফ্রেশমেন্টের দরকার হয়। ইনস্টাগ্রাম হচ্ছে আমার সেই রিফ্রেশমেন্টের জায়গা।’’
ঢাকা/লিপি