ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১৮, ২ অক্টোবর ২০২৫
সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান

ভালোবেসে ঘর বেঁধেছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান। কিন্তু এ জুটির ভালোবাসার ছন্দে ছেদ পড়েছে। ভেঙে গেছে তাদের ১৯ বছরের সংসার। 

এরই মধ্যে সামনে এসেছে, এ দম্পতির বিবাহপূর্ব আর্থিক চুক্তি। এই চুক্তিতে চমকপ্রদ একটি ধারা রয়েছে, যার ফলে গায়ক স্বামী কেইথ আরবানকে মোটা অঙ্কের অর্থ অভিনেত্রী নিকোলের দিতে হতে পারে!  

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিতে ‘সোব্রাইটি ক্লজ’ রয়েছে; যাকে ‘কোকেইন ক্লজ’ বলা হয়। এই ক্লজ অনুযায়ী, কেইথ আরবান যদি সম্পূর্ণভাবে মাদকমুক্ত থাকেন তবে প্রতি বছর ৬ লাখ মার্কিন ডলার পাবেন তিনি। তাদের ১৯ বছরের বিবাহিত জীবনের হিসাবে, আরবান এই ধারার অধীনে প্রায় ১১.৪ মিলিয়ন মার্কিন ডলার পেতে পারেন। জানা গেছে, ২০০৬ সালে পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার পর থেকে মাদকমুক্ত রয়েছেন কেইথ আরবান। 

নিকোল কিডম্যান ও কেইথ আরবান


আরবান মাদকাসক্তির বিরুদ্ধে নিজের সংগ্রাম নিয়ে অনেকবার প্রকাশ্যে কথা বলেছেন। ২০২৪ সালের এপ্রিলে, ৪৯তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গালায় কিডম্যানকে সম্মান জানান আস্ট্রেলিয়ান গায়ক কেইথ আরবান। তখন এ গায়ক বলেছিলেন, “আমরা ২০০৬ সালের জুনে বিয়ে করি। বিয়ের মাত্র চার মাস পরই আমার মাদকাসক্তির কারণে আমাদের সম্পর্ক প্রায় ধ্বংস হয়ে যায়। আমি তখন তিন মাস রিহ্যাবে ভর্তি ছিলাম।” 

স্ত্রী নিকোল কিডম্যানের ত্যাগের ব্যাখ্যা করে কেইথ আরবান বলেছিলেন, “আমাদের ভবিষ্যৎ কী হবে, তা আমি জানতাম না। কিন্তু সত্যিকারের ভালোবাসা কী তা জানতে চাইলে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। নিক (নিকোল) প্রত্যেকটি নেতিবাচক কথা, আমি নিশ্চিত তার নিজের মনেও যেগুলো ছিল, তা-ও উপেক্ষা করে ভালোবাসাকে বেছে নিয়েছিল। আর এজন্য আমরা ১৮ বছর পরও একসঙ্গে আছি।” 

নিকোল কিডম্যান


মাদকাসক্তি থেকে মুক্তি পেতে কিডম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এজন্য কেইথ আরবান প্রায়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০১৬ সালে রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরবান জানান, একবার কিডম্যান তার জন্য একটি ইন্টারভেনশন (বন্ধু-পরিবার মিলে সাহায্য করা) এর আয়োজন করেছিলেন; যাতে তিনি সঠিক পথে ফিরে আসতে পারেন। আরবান বলেছিলেন, “আমি খুব, খুব সৌভাগ্যবান যে নিক (নিকোল) ইন্টারভেনশনের ডাক দিয়েছিল। ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তা এই প্রক্রিয়াটিকে সহজ করে তুলেছিল।” 

২০২১ সালে অস্ট্রেলিয়াভিত্তিক রোলিং স্টোন ম্যাগাজিনে সাক্ষাৎকার দেন কেইথ আরবান। নিকোল কিডম্যান তাকে নতুন করে জন্ম দিয়েছেন বলে এ আলাপচারিতায় জানান। এ গায়ক বলেছিলেন, “আমি আমার সদ্য বিবাহিত জীবন ধ্বংসের কারণ ছিলাম। এটা টিকে গেছে। এটা একটা অলৌকিক ঘটনা। নিকোল কিডম্যানের সঙ্গে আমি একধরনের আধ্যাত্মিক জাগরণ অনুভব করি। আমি যদি এ বিষয়ে অভিব্যক্তি প্রকাশ করি, তবে বলব—‘আমি ওর মধ্যে জন্ম নিয়েছি’। জীবনে প্রথমবারের মতো আসক্তির শৃঙ্খল ঝেড়ে ফেলতে পেরেছিলাম।” 

সন্তানদের সঙ্গে নিকোল কিডম্যান ও কেইথ আরবান


বহু আগে থেকে মাদকাসক্ত কেইথ আরবান। এ থেকে বের হতে বহুদিন ধরে লড়াই করে আসছেন। ১৯৯৮ সালে প্রথম ন্যাশভিলে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। ২০০৬ সালে কিডম্যানকে বিয়ে করার কিছুদিন পর আবার বেটি ফোর্ড সেন্টারে চিকিৎসা নেন এই গায়ক। 

২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তাছাড়া নিকোল দত্তক নিয়েছেন দুই সন্তান। তারা হলেন—ইসাবেলা ও কনর।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়