ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৯, ১ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ায় পরীমণির দশ দিন

পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত ও লাস্যময়ী নায়িকা পরীমণি—যার প্রতিটি উপস্থিতিই যেন খবর! প্রতি বছরই জন্মদিনে জমকালো আয়োজন করেন তিনি। তবে এবারের জন্মদিনে দেশ নয়, গন্তব্য ছিল বিদেশ—মালয়েশিয়া!

গত ২৩ অক্টোবর জন্মদিন উদ্‌যাপন করতে ১০ দিনের সফরে মালয়েশিয়া উড়াল দেন পরী। রোদ, সমুদ্র আর রঙিন আলোয় মিশে কেটেছে তার সেই দশ দিন। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানালেন, এই সফর ছিল একেবারেই বিশেষ ও স্মরণীয়।

আরো পড়ুন:

পরীমণির ভাষায়, “দেশের বাইরে এভাবে ১০ দিনের সেলিব্রেশনের প্ল্যান এই প্রথম। আমাদের টিমে ছিল মোট সাতজন—আমার ছেলে, তার ন্যানি মোবারক, ম্যানেজার ভাই তুরান, আমার একমাত্র বন্ধু শাওন, প্রিয় মানুষ চঞ্চল, বরিশাইল্লা মনুজান নাইম আর আমি নিজে!”

নায়িকার বর্ণনা যেন রোমাঞ্চকর কোনো ট্রাভেল ডায়েরি, “যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম! কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসাথে কত রকম নতুন অভিজ্ঞতা হলো আমাদের। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো—আর সারাজীবন মনে রাখার মতো অনেক সুন্দর স্মৃতি জমে গেল।”

তবে ভ্রমণের সময় সোশ্যাল মিডিয়ায় দেখা না পাওয়ার কারণও জানিয়েছেন তিনি—“আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডই কিনি নাই! তাই এখন থেকে ধীরে ধীরে ছবি-ভিডিও শেয়ার করবো। আর সব কৃতিত্ব শাওনের—ও-ই সব ক্যাপচার করেছে।”

পোস্টে সকলকে ট্যাগ দিয়ে পরীমণি লিখেছেন, “ধন্যবাদ তোমাদের সবাইকে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।”

মালয়েশিয়ার রোদে রোদে, ঢেউয়ের তালে তালে পরীমণির জন্মদিন যেন রূপকথার ছুটির মতোই রঙিন—ভূমিকা, প্রেম, বন্ধুত্ব আর একটুখানি ড্রামা—সব মিলিয়ে ‘পরীময়’ দশ দিন! 

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়