নতুন ভার্সন নিয়ে ফিরলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন
“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম”—এমন কথার গান, গানের স্রষ্টা ও শিল্পী ভুবন বাদ্যকরকে চিনেন না এমন মানুষ পাওয়া বোধহয় মুশকিল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ভুবন বাদ্যকরের খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। এবার ‘কাঁচা বাদাম’ গানের নতুন ভার্সন নিয়ে হাজির হলেন এই শিল্পী।
ভুবন বাদ্যকর তার সোশ্যাল মিডিয়ায় নতুন ভার্সনটি প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, নিজ গ্রামে বাইকে ঘুরতে ঘুরতে সকলকে নতুন গানটি শোনাচ্ছেন ভুবন বাদ্যকর। গ্রামের মানুষও তাকে ঘিরে গানটি উপেভোগ করছেন। গানের ভিডিওটি প্রকাশের পরই ছড়িয়ে পড়ে অন্তর্জালে; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
নতুন ভার্সন শুনে নেটিজেনরাও ভুবন বাদ্যকরের প্রশংসা করছেন। রবি লেখেন, “সুন্দর।” সিদ্ধার্থ লেখেন, “ফিরে আসুন।” মেঘ লেখেন, “মজার।” মুস্তাফিজ লেখেন, “মেধাবি।” অন্যজন লেখেন, “সে দারুণ একজন সুরকার।” তবে কেউ কেউ প্রশ্ন করেছেন—“পুরোনো ভার্সনের জনপ্রিয়তা কী ছাড়িয়ে যেতে পারবে?” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। স্ত্রী, দুই ছেলে, বউমা ও মেয়েকে নিয়ে তার সংসার। শুরুতে বাদামের বস্তা পেছনে নিয়ে বীরভূম থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন। এখন মোটরসাইকেলে কাজটি করেন তিনি। আর গাইতে থাকেন, ‘কাঁচা বাদাম’ গান।
ঢাকা/শান্ত