ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরতি ভেঙে মিমের পর্দায় ফেরার প্রস্তুতি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৮, ২৩ নভেম্বর ২০২৫
বিরতি ভেঙে মিমের পর্দায় ফেরার প্রস্তুতি

বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। প্রায় দুই বছর কোনো নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হননি এই নায়িকা। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে, জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ সিনেমায়। ওটিটিতেও দীর্ঘদিন ধরেই অনুপস্থিত তিনি। মাঝখানে সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’–এর শুটিং করলেও সেটিও রিলিজের অপেক্ষায় রয়েছে। এরপর আর কোনো সিনেমা বা ওয়েব কনটেন্টে অংশ নেওয়ার খবর পাওয়া যায়নি।

তবে এবার বিরতি ভেঙে পুনরায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন মিম। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ২০২৬ সালকে নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন।

মিম বলেন, “এই দুই বছরে সিনেমার কাজ না আসলেও আমি ব্যস্ত ছিলাম বিভিন্ন ব্র্যান্ড–সংক্রান্ত ইভেন্ট ও প্রমোশনে। তবে অভিনয়ে ফিরে আসার পরিকল্পনা অনেকদিন ধরেই করছি।”

তিনি জানান, আগামী বছরই নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন। এরই মধ্যে একটি নতুন চলচ্চিত্র ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত জানাতে রাজি নন এই অভিনেত্রী। 

দুই বছর পর্দায় অনুপস্থিত থাকলেও প্রস্তাবের কমতি ছিল না, বরং স্বেচ্ছায় সময় নিয়েছেন। মিমের ভাষায়, “ভালো মানের প্রজেক্টে কাজ করা আমার লক্ষ্য। তাই অপেক্ষা করেছি। অবশেষে সেই অপেক্ষার ফল মিলছে। আগামী মাসে নতুন কাজগুলোর ঘোষণা আসবে।”

মিম অভিনীত সর্বশেষ আলোচিত কাজ ছিল রায়হান রাফির ‘পরাণ’। ২০২২ সালে এই সিনেমা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলে আনে। একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়। পরের বছর তিনি দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’ এ অভিনয় করেন।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়