ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিয়ের সময়ে গন্ডারের চামড়া তৈরি করেছি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৩, ৬ জানুয়ারি ২০২৬
‘বিয়ের সময়ে গন্ডারের চামড়া তৈরি করেছি’

স্ত্রীর সঙ্গে পরমব্রত চ্যাটার্জি

কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ২০২৩ সালের নভেম্বরের শেষ লগ্নে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর মধুচন্দ্রিমার জন্য আয়ারল্যান্ডে উড়ে যান এই দম্পতি।  

বন্ধু অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করার বিষয়টি খুব ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনদের বড় একটি অংশ। বিয়ের পর বিষয়টি নিয়ে দারুণভাবে তোপের মুখে পড়েন পরমব্রত। তাকে নানাভাবে কটাক্ষ করেন, নোংরা মন্তব্যও করেছেন অনেকে। মধুচন্দ্রিমা থেকে ফিরে বিষয়টি কথাও বলেছিলেন পরমব্রত। ফের কঠিন সেই সময় নিয়ে নীরবতা ভাঙলেন এই নায়ক।   

আরো পড়ুন:

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন পরমব্রত। এ আলাপচারিতায় তিনি বলেন, “আমি বিয়ের সময় এই গন্ডারের চামড়াটা তৈরি করেছি। আমি ব্যক্তিগতভাবে কী মনে করি, অর্থাৎ সমাজ, রাজনীতি নিয়ে আমার কী ধারনা তা শেয়ার করে কাজ নেই। কারণ আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না। যেটা আমার কাজ আমি সেই মতামত আমার নিজের কাছে রাখি। আর যদি তা নিয়ে লিখি, তাহলে কমেন্ট অফ করে দেব আর দেখবই না।” 

মানুষের মন্তব্য আহত করেছিল পরমব্রতকে। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “বিয়ের পর যখন দেখলাম বীভৎস একটি কাণ্ড শুরু হলো, তখন কিছু দিন আমার উপর তার প্রভাব পড়েছিল, মোটামুটি ৪-৫ দিনের জন্য। মানুষ যে ধরনের কথা লেখে বা লিখতে পারে একটি পাবলিক ফোরামে সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি। ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল। আমাকে বলছে বলে নয়, কিন্তু এই কথাগুলো লেখা যায়? এখানে নেমেছে? এটাই ভাবিয়ে ছিল। কিন্তু নেমেছে, আমি কী করব? আমার কিছু করার নেই। তখন থেকে গন্ডারের চামড়া তৈরি করি।” 

২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী অনুপম রায়। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু সেই পিয়ার গলায় মালা পরিয়ে সমালোচনার মুখে পড়েন ৪৫ বছর বয়সি এই নায়ক। 

তবে সবকিছু পেছনে ফেলে পিয়াকে নিয়ে দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন পরমব্রত। কেবল তাই নয়, বাবা-মা হয়েছেন এই যুগল। গত বছরের ১ জুন পুত্রসন্তান জন্ম দেন পিয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়