ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি একা কিন্তু আমার জন‍্য আল্লাহই যথেষ্ট: প্রসূন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৬, ৮ জানুয়ারি ২০২৬
আমি একা কিন্তু আমার জন‍্য আল্লাহই যথেষ্ট: প্রসূন

প্রসূন আজাদ

ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। ক্যামেরার পেছনেও কাজ করেছেন। তবে সবকিছু থেকেই এখন অনেকটা দূরে রয়েছেন এই অভিনেত্রী। আপাতত স্বামী-সন্তান নিয়েই তার অধিক সময় কাটছে। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব প্রসূন। সমকালীন বিষয় নিয়ে যেমন কথা বলেন, তেমনই ব্যক্তিগত নানা উপলদ্ধির কথাও এ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

বুধবার (৭ জানুয়ারি) প্রসূন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ লেখায় প্রসূন জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় কেন আসেন তিনি। পাশাপাশি অনুপ্রেরণামূলক বক্তব্য রেখেছেন ‘অন্ধকার আছে বলেই আলো আছে’ শিরোনামের লেখাটিতে। 

আরো পড়ুন:

প্রসূন আজাদ বলেন, “নিজের ছোট ছোট দুঃখ আনন্দ শেয়ার করার জন‍্য এইখানে আসি। জানি কোনো বন্ধু নাই। খুবই একা। এটাই পছন্দ করি। তবু আসি আমার মতো যে আলো হারিয়ে নিভু নিভু জ্বলছে, তাকে কিছু আলো দিতে আশা দিতে। পুরুষ-নারী-শিশু সবাই যারা আমার মতো প্রচন্ড অন্ধকারে ভোগার পরও কোনো মেডিকেশন যাদের বুকে আশার আলো জ্বালায় না, তাদের নিয়ে একসাথে বাঁচার জন্য। আপনি স্পেশাল কিন্তু এর মানে জীবনটা সবসময় রঙিন না। এই নিয়েই চলতে হয়.. নিজেকে আর অন‍্যকে.. সামান‍্য সাহস দেখাতে আসি।”

প্রসূন আজাদ


কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ মানুষের কথা স্মরণ করে প্রসূন আজাদ বলেন, “অন্ধকারে ভোগা প্রতিটা মানুষের বেঁচে থাকাই শোঅফ। যে যেমনে পারেন এই আনন্দ এই উচ্ছ্বাস উদ্‌যাপন করেন। কারো যখন প্রয়োজন ঠিক তখনই আমাকে পেয়েছে। সাথে সাথে যখন যখন সুযোগ এসেছে আমার অবস্থান তার জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝাতে কেউ কার্পণ্য করে নাই। সেক্ষেত্রে কখনো যাকে ১টা মিনিট সময় দিয়েছি সে তা বহুগুণ ফিরিয়ে দিয়েছে। কখনো যাকে সারাজীবন দিয়ে দিয়েছি বিনিময়ে আমরা কতটা তুচ্ছ কতটা মূল্যহীন শুধু তাই বুঝতে পেরেছি।”  

সৃষ্টিকর্তার প্রতি গভীর ভরসার কথা উল্লেখ করে প্রসূন আজাদ বলেন, “এইসব অনুভূতি বারবার ফিরে আসে, বারবার আপনাকে মনে করিয়ে দিতে চায়, আপনি শেষ। সব আলো নিভিয়ে দিন। কিন্তু না। আলো জ্বালিয়ে রাখুন, ছড়িয়ে দিন; থেমে যাবেন না। বিশ্বাসী হোন। কারণ আপনার মতন আলো খুবই কম আর সেটা জ্বালিয়ে রাখা পৃথিবীর জন্য জরুরি। আমি একা কিন্তু আমার জন‍্য আমার আল্লাহই যথেষ্ট।” 

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।   

প্রসূন আজাদ


যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন প্রসূন। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ প্রসূনের অভিষেক চলচ্চিত্র। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’, ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রে। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়