ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়ক প্রেমিককে বিয়ে করলেন কৃতির বোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১২, ১১ জানুয়ারি ২০২৬
গায়ক প্রেমিককে বিয়ে করলেন কৃতির বোন

বিয়ের সাজে স্টেবিন বেনে ও নূপুর স্যানন

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন নূপুর স্যানন। দীর্ঘ দিনের প্রেমিক ভারতীয় সিনেমার প্লেব্যাক গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।  

বেন ও নূপুরের বিয়ের কিছু ছবি ও ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, খ্রিষ্টান রীতির বিয়ের অনুষ্ঠানের জন্য নূপুর বেছে নিয়েছেন ক্ল্যাসিক ব্রাইডাল এলিগ্যান্স। তিনি পরেছেন সাদা রঙের গাউন। যার অফ-শোল্ডার স্লিভ ও সূক্ষ্ম ফুলের লেস ডিটেইলিং তাকে রোমান্টিক ও সফট লুক দিয়েছে। চুলের মাঝখানে সিঁথি করা হাফ-আপ হাফ-ডাউন হেয়ারস্টাইল তার মুখশ্রীকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।  

আরো পড়ুন:

অন্যদিকে, স্টেবিন বেন কনের সঙ্গে মানানসই রুচিশীল ক্রিম রঙের টাক্সেডো পরেছেন। ওয়েস্টকোট, ঝকঝকে সাদা শার্ট, স্টাইলিশ ব্লেজার ও নিখুঁতভাবে কাটা ট্রাউজার মিলিয়ে তার লুক একেবারে পরিপাটি। তার সিগনেচার চশমা পুরো লুকটিতে যোগ করেছে ব্যক্তিগত ছোঁয়া, যা দম্পতিকে নিখুঁতভাবে সমন্বিত করেছে।

নূপুর স্যানন ও স্টেবিন বেন


বিয়ের অনুষ্ঠানের কিছুক্ষণ পর অফিসিয়াল ভিডিও প্রকাশ্যে আসে; যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, নবদম্পতি তিনতলা কেক কাটছেন, শ্যাম্পেন বোতল খুলছেন এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন।  

পরিবার ও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বেনে ও নূপুর। বিনোদন জগতের বড় তারকাদের জমায়েত এড়িয়ে চলার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। তবে আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে আয়োজিত রিসেপশনে অবশ্য দম্পতির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের উপস্থিতি বেশি থাকবে।

বোনের সঙ্গে কৃতি স্যানন


এ বিষয়ে একটি সূত্র পিঙ্কভিলাকে বলেছিলেন, “মুম্বাইয়ের রিসেপশনে ইন্ডাস্ট্রির সহকর্মী ও বন্ধুরা দম্পতির আনন্দে শামিল হবেন।”  

ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বড় বোন বিয়ে না করলেও তার সহোদর ছোট বোন অভিনেত্রী নূপুর স্যানন বিয়ে করে ফেললেন। বড় বোন কৃতির মতো অভিনয়ে নাম লিখিয়েছেন নূপুর স্যানন।

নূপুর স্যানন


২০২৩ সালে তেলেগু ভাষার ‘টাইগার নাগেশ্বরা রাও’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নূপুরের অভিষেক ঘটে। ‘নূরানি চেহারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়